শ্রীপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যার চেষ্টা।


মাগুরার শ্রীপুরে মোটরসাইকেল কিনে দিতে রাজী না হওয়ায় হারপিক খেয়ে শাওন বিশ্বাস (১৭) নামে স্কুল ছাত্রের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। ১১মার্চ সোমবার বিকেলে উপজেলার কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। সে কালিনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও একই গ্রামের মোকাদ্দেশ আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, স্কুল ছাত্র শাওন তার বাবার কাছে এসএসসি পরীক্ষার পর একটি মোটরসাইকেল দাবি করে। তার বাবা কখনো মোটরসাইকেল দেওয়ার পক্ষে না। এই বিষয় নিয়ে গত ০৯ মার্চ তার বাবার সাথে তর্কবিতর্ক হয়। সোমবার দুপুরে সে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় বাজার থেকে হারপিক কিনে নিয়ে যাই। বাড়িতে গিয়ে সে আবারো বাবার সাথে মোটরসাইকেলের বিষয় নিয়ে ঝগড়া করে হারপিক খাই। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। তার বাড়ির লোকজন টের পেয়ে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করেন।