সভাপতিকে প্রতিহত করতে চবির মূল ফটকে ছাত্রলীগের তালা
অনলাইন নিউজ ডেক্স
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা ঝুলিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিএফসি ও বিজয়ের একাংশের নেতাকর্মীরা। চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ক্যাম্পাসে প্রবেশ করায় এ মিছিল করেন তারা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে এ বিক্ষোভ মিছিল করেন তারা। এর প্রায় এক ঘণ্টা পর প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে তালা খুলে দেন।
শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও সিএফসির একাংশের নেতা সাদাফ খান বলেন, সভাপতি রুবেলকে অবাঞ্ছিত ঘোষণা করার পরও সে ক্যাম্পাসে এসেছে এবং তার কর্মীদের সঙ্গে মিটিং করেছে, সেজন্য আমরা তাকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে বিক্ষোভ মিছিল বের করেছি।
এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার ও চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হল রুবেলকে কল দিলেও তারা রিসিভ করেননি।
এর আগে গত ৮ জুন নিজ কর্মীকে কোপানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেজাউল হক রুবেলকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে শাখা ছাত্রলীগের একাংশ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।