সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ল ২৭ শতাংশ
অনলাইন নিউজ ডেক্স
রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন ২৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি করেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক।
সোমবার মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়ার সভাপতিত্বে সোমবার রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আগামী ১ আগস্ট থেকে কার্যকর করা হবে এই বেতনবৃদ্ধির এই সিদ্ধান্ত। এজন্য আগামী মাস থেকে রাজ্য সরকারের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ১৭ হাজার ৪৪০ কোটি ১৫ লাখ টাকা অতিরিক্ত ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সঙ্গে সঙ্গতি এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের মান উন্নয়ন ও চাকরিক্ষেত্রে সততা নিশ্চিত করতে বেতনবৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এর আগে গত বছর মার্চ মাসে সর্বশেষ বেতন বেড়েছিল কর্ণাটকের রাজ্য সরকারের কর্মকর্তা-কর্মচারীদের। তৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সেবার ১৭ শতাংশ বেতনবৃদ্ধির অনুমোদন দিয়েছিলেন।
সূত্র: এনডিটিভি
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।