সস্ত্রীক গণভবনে আরাফাত
অনলাইন নিউজ ডেক্স
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয়ের পরদিন মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সস্ত্রীক দেখা করেন মোহাম্মদ এ আরাফাত। আগের রাতে নৌকার এই প্রার্থী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন একাই।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার মঙ্গলবার বিকালে বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেলা ৩টার দিকে গণভবনে ঢোকেন আরাফাত।
গত সংসদ নির্বাচনে বিজয়ী আকবর হোসেন খান পাঠানের মৃত্যুতে ফাঁকা আসনে আরাফাতকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ, যিনি গত কয়েক বছর ধরে অনলাইন ও বিভিন্ন ফোরামে দলের পক্ষে ‘বুদ্ধিবৃত্তিক লড়াই’ চালিয়ে আসছিলেন।
ঢাকার ‘অভিজাত এলাকার’ এ আসনে বিএনপির বর্জনের মধ্যে ভোট পড়েছে ১১ শতাংশের বেশি।
প্রদত্ত ভোটের সিংগভাগই পান আরাফাত। যে ৩৭ হাজার ৩৭ জন ভোটার কেন্দ্রে এসেছেন, তার মধ্যে ২৮ হাজার ৮১৬ জনই রায় দিয়েছেন তার পক্ষে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের পক্ষে ছিলেন ৫ হাজার ৬০৯ জন।
নির্বাচনে জয়-পরাজয়ের চেয়ে বেশি আলোচিত হয়েছে অবশ্য ভোটের শেষভাগে হিরো আলমের ওপর হামলার ঘটনা, যার প্রতিক্রিয়া এসেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং বিএনপির পক্ষ থেকেও।
এ ঘটনায় আরাফাত দুঃখ প্রকাশ করে নিন্দাও জানিয়েছেন। এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও দেখে বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।
গণভবনের এক কর্মকর্তা জানান, ভোটের ফল আসার পর সোমবার রাতেও আরাফাত একবার গণভবনে গিয়ে আওয়ামী লীগ প্রধানের সঙ্গে দেখা করেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।