সাধারণ যাত্রীদের সঙ্গে মেট্রোরেল ভ্রমণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর
অনলাইন নিউজ ডেক্স
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাধারণ যাত্রীদের সঙ্গে মেট্রোরেলে ভ্রমণ করেছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আগারগাঁও স্টেশন থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মেট্রোরেলে ওঠেন। উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত ভ্রমণ করেন তারা।
এ সময় মেট্রোরেল কর্তৃপক্ষের এমডি, মেট্রোরেল প্রকল্পের প্রকল্প পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকতারা তাদের সঙ্গে ছিলেন।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সাধারণ যাত্রীরা। এ সময় যাত্রীদের সঙ্গে মেট্রোরেল নিয়ে কথা বলেন তারা। পরিকল্পনামন্ত্রী ও প্রতিমন্ত্রী মেট্রোরেলের সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া মেট্রোরেল যাত্রীরা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ভাড়া কমানোর বিষয়ে মতামত দেন।
যাত্রীরা বলেন, প্রতিদিনই মেট্রোরেলে চলাফেরা করি। তবে আজ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ট্রেনে চড়লাম। এর আগে কোনো মন্ত্রীর সঙ্গে মেট্রোরেল বা কোনো গাড়িতে চড়ার সৌভাগ্য হয়নি। এক যাত্রী বলেন, মন্ত্রী মেট্রোরেলে উঠে সরাসরি আমার পাশে এসে বসেন। তিনি আমার সঙ্গে কথা বলেন। আমার খুব ভালো লেগেছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।