সানরাইজার্সের কাছে হারের পর মোস্তাফিজকে স্মরণ করে যা বলল চেন্নাই
অনলাইন নিউজ ডেক্স
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসাসংক্রান্ত কাজে আইপিএলের মাঝপথে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। তার অবর্তমানে শুক্রবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে তার দল চেন্নাই সুপার কিংস।
ম্যাচশেষে মোস্তাফিজ ও শ্রীলংকান পেসার মাথিসা পাথিরানার বোলিং সার্ভিস ‘মিস’ করার কথা জানিয়েছেন চেন্নাইয়ের কোচ স্টিভেন ফ্লেমিং।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোস্তাফিজ না থাকায় বোলিংয়ে পিছিয়ে ছিল তার দল।
মোস্তাফিজকে নিয়ে ফ্লেমিং বলেন, ‘সন্দেহাতীতভাবে এটা আইপিএলের অংশ। সে (মুস্তাফিজ) এখানে নেই। ফলে তাকে ব্যবহার করতে পারিনি। কিন্তু ইনজুরি কিংবা খেলোয়াড়দের না পাওয়া খেলারই অংশ।’
উল্লেখ্য, হায়দরাবাদের ঘরের মাঠে আগে ব্যাট করে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছিল চেন্নাই। জবাবে ৬ উইকেট ও ১১ বল হাতে রেখে জয় পায় সানরাইজার্স হায়দরাবাদ।
মোস্তাফিজ এখন পর্যন্ত নিজের নতুন দল চেন্নাইয়ের জার্সিতে তিন ম্যাচ খেলে ৭ উইকেট তুলে নিয়েছেন। আগামী ৮ এপ্রিল ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে চেন্নাই। এই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে মোস্তাফিজের।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।