সিরাজগঞ্জের এনায়েতপুরে ৫০ কেজির বস্তায় ৪৬ কেজি ২২০ গ্রাম চাউল,২৫ হাজার জরিমানা
অনলাইন নিউজ ডেক্স
সিরাজগঞ্জের এনায়েতপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ কেজির বস্তায় ৪৬ কেজি ২২০ গ্রাম চাউল পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।\'
শনিবার (২৫ মার্চ) দুপুরে জেলার এনায়েতপুর থানা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে মেসার্স আরাফাত নাইম নামের চাউলের আড়তকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।\'
বিকেলে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এনায়েতপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মনিটরিং ও মাইকিং করে ভোক্তা এবং ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে।\'
অভিযান চলাকালে দেখা যায় ৫০ কেজির বস্তায় ৪৬ কেজি ২২০ গ্রাম ও ২৫ কেজির বস্তায় ২৩ কেজি ৩০০ গ্রাম চাউল বিক্রি করছে মেসার্স আরাফাত নাইম নামক প্রতিষ্ঠান। এ অপরাধে তাকে ২৫ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় মেহেদী হাসান স্টোরকে ২ হাজার ও রবিউল খেজুর ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুরো জেলায় এ অভিযান অব্যাহত রয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।