হরিণাকুণ্ডুতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি মশিউর রহমানের ছেলে
অনলাইন নিউজ ডেক্স
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন। দুর্গাপূজাকে ঘিরে কোন অশুভ শক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্যই দলটি সিদ্ধান্ত নেয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনে যাতে কোন অপশক্তি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে,
এরই অংশ হিসেবে শনিবার (১২ অক্টোবর) হরিণাকুণ্ডু কেন্দ্রীয় দুর্গাপূজাসহ পৌর,ও ইউনিয়ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির প্রয়াত সাবেক এমপি আলহাজ্ব মশিউর রহমানের বড় ছেলে ডাক্তার ইব্রাহিৃ রহমান বাবু সদস্য কেন্দ্রীয় ড্যাব স্বাস্থ বিষয়ক জেলা বিএনপি ঝিনাইদহ
, হিন্দু, মুসলিম কোন ভেদাভেদ নেই, আমাদের পরিচয় আমরা মানুষ। আমরা একে অপরের ভাই, আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। কোন ষড়যন্ত্রকারী অপশক্তি এ বন্ধন ছিন্ন করতে পারবে না। বক্তব্য শেষে প্রতিটি মন্দিরে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি।
এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।