হিজবুল্লাহর ড্রোন হামলায় ১৮ ইসরাইলি সেনা আহত
অনলাইন নিউজ ডেক্স
ধিকৃত গোলান মালভূমিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলের ১৮ জন সেনা আহত হয়েছে।
সোমবার ইসরাইলি সামরিক বাহিনীর বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
এদিন সামাজিক মাধ্যম এক্স পেইজে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। যার বিস্ফোরণে গোলান মালভূমিতে এসব সেনা আহত হয়।
এ বিষয়ে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা অধিকৃত অঞ্চলের উত্তরে ইসরাইলি সেনাবাহিনীর ৯১তম ব্রিগেডের সদর দপ্তরে হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর চালানো হামলার জবাবে তারা চালিয়েছে বলে বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।
এর আগে রোববার সকালের দিকে হিজবুল্লাহ জানিয়েছিল যে, ইসরাইলি বিমান হামলায় তাদের তিন যোদ্ধা নিহত হয়েছেন। ইসরাইল দক্ষিণ লেবাননের হুলা এলাকার একটি দোতলা ভবনে
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।