১০ বছরের মধ্যে করোনার মতো আরেক মহামারি!


আগামী ১০ বছরের মধ্যে করোনাভাইরাসের মতোই আরেকটি মহামারি বিশ্বে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। ভাইরাসগুলো ঘন ঘন পরিবর্তন হওয়ার ফলে এ আশঙ্কা করা হচ্ছে। ভবিষ্যদ্বাণীমূলক স্বাস্থ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান লন্ডনভিত্তিক এয়ারফিনিটি লিমিটেড বলছে– তাদের গবেষণা মতে, এক দশকের মধ্যে করোনার মতো আরেকটি মহামারি বিস্তারের আশঙ্কা ২৭.৫ শতাংশ। খবর- জাপান টাইমসের। প্রতিষ্ঠানটি আরও জানায়, জলবায়ু পরিবর্তন, বিশ্বব্যাপী ভ্রমণ বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি এবং জুনোটিক রোগের কারণে এই ঝুঁকি বাড়ছে। তবে প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হলে মহামারির শঙ্কা ৮.১ শতাংশে নেমে আসবে। এয়ারফিনিটি বলেছে, মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় এমন একটি বার্ড ফ্লু ধরনের ভাইরাস যুক্তরাজ্যে এক দিনে ১৫ হাজারের মতো মানুষের প্রাণহানি ঘটাতে পারে। গত দুই দশকে সার্স, মেরস এবং কভিড-১৯ নামে তিনটি বড় করোনাভাইরাস দেখা দিয়েছে। একই সঙ্গে ২০০৯ সালে সোয়াইন ফ্লু মহামারিও দেখেছে বিশ্ব। এইচ৫এন১ বার্ড ফ্লু স্ট্রেনের দ্রুত বিস্তার এরই মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। যদিও এখন পর্যন্ত এতে সংক্রমিত হয়েছ অল্প সংখ্যক মানুষ। এটি একজন থেকে আরেকজনে ছড়ানোর লক্ষণ নেই। তবে পাখিদের মধ্যে ছড়ানোর সংখ্যা ব্যাপক। সেইসঙ্গে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ক্রমবর্ধমান অনুপ্রবেশ বিজ্ঞানী ও কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।