২৮ মিলিয়ন ও দুই ফুটবলার দিয়ে ডগলাসকে কিনল জুভেন্টাস
অনলাইন নিউজ ডেক্স
ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার ডগলাস লুইজের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে ইতালির ক্লাব জুভেন্টাস। পাঁচ বছরের চুক্তিতে অল্প লেডিদের হয়ে খেলতে সম্মত হয়েছেন অ্যাস্টন ভিলার এই মিডফিল্ডার।
তাকে কিনতে নগদ ২৮ মিলিয়ন ইউরো দিতে হচ্ছে জুভেন্টাসের। সঙ্গে দু’জন তরুণ ফুটবলারও দিচ্ছে ইতালির ক্লাবটি। একজন ২০ বছর বয়সী ইংলিশ লেফট ব্যাক স্যামুয়েল ইলিং জুনিয়র। অন্যজন ২৩ বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার এনজো ব্যারেনসিয়া।
মোটা অঙ্কের অর্থের সঙ্গে দু’জন ফুটবলার দেওয়ার শর্তে অ্যাস্টন ভিলা ও জুভেন্টাস সম্মত হয়েছে। এরপর কোপা আমেরিকা খেলতে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে থাকা লুইজের সঙ্গে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছে ক্লাবটি। ব্রাজিলের ক্যাম্পেই হয়েছে তার মেডিকেল টেস্ট।
ডলগাস লুইস ম্যানচেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা ফুটবলার। অ্যাস্টন ভিলায় সর্বশেষ মৌসুমে দারুণ খেলেছেন তিনি। তাকে দলে নেওয়ার দৌড়ে ছিল চেলসি ও আর্সেনাল। এর মধ্যে আর্সেনাল তাকে দলে নিতে মোটা অঙ্কের অর্থের প্রস্তাবও করেছিল। তবে লুইস জুভেন্টাসের বিষয়ে বেশি আগ্রহী ছিলেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।