৫, ২, ৮ রান করে সাজঘরে লিটন শান্ত মুশফিক


ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের ব্যাটিং বিপর্যয়। ২৬ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ৫ ও ২ রান করে ফেরেন ওপেনার লিটন দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর মেহেদি হাসান মিরাজের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। সাজঘরে ফেরার আগে ৪৪ বলে ৭টি চার আর এক ছক্কায় তানজিদ তামিম করেন ৪৫ রান। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৮৮ বলে ১০টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৮৪ রান করেন তরুণ এই তামিম। তামিম আউট হওয়ার পর পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি ১৫ বলে মাত্র ৮ রানে ফেরেন। তার বিদায়ে ২০.৪ ওভারে ১০৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। সোমবার গুয়াহাটির বারাসাত স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২৬৪ রানের টার্গেট তাড়ায় ৪৮ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয়ে প্রস্তুতি জোরদার করে টাইগাররা।