৭৫ বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ৯০ অভিবাসী আটক
অনলাইন নিউজ ডেক্স
৭৫ বাংলাদেশিসহ ৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার মেলাকা রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। বুধবার রাতে মেলাকা ইমিগ্রেশন বিভাগ অপস সাপু নামের অভিযানের মাধ্যমে কোটা লাকসামানা এলাকা থেকে ৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করে।
মেলাকা ইমিগ্রেশন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনি বলেন, মধ্যরাতে শুরু হওয়া তিন ঘণ্টার অভিযানে আটকদের মধ্যে বাংলাদেশের ৭৫ জন, মিয়ানমারের চারজন, ইন্দোনেশিয়ার আটজন পুরুষ ও দুজন নারী এবং একজন পাকিস্তানি রয়েছেন।
অনির্বাণ বলেন, স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে, তামান কোটা লাকসামানায় একটি নির্মাণাধীন ভবনে এনফোর্সমেন্ট অপারেশন (অভিযান) চালানো হয়। যেখানে বেশিরভাগই অবৈধ অভিবাসী ছিলেন।
অভিযানের সময় ১১৭ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এর ৯০ জনকে যথাযথ নথিপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ কাজের অনুমতি, অতিরিক্ত সময় অবস্থানসহ অন্যান্য অপরাধে আটক করা হয়।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।