তুরস্কের নির্বাচনে অংশ নিচ্ছে কোন কোন দল?
অনলাইন নিউজ ডেক্স
আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির সুপ্রিম ইলেকশন বোর্ড (ওয়াইএসকে) শনিবার ঘোষণা করেছে যে, ৩৬টি রাজনৈতিক দল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।
ডেইলি সাবাহ জানিয়েছে, কমিশনের প্রধান আহমেত ইয়েনার ভোটের সময়, একক পোলে কতজন ভোট দেবেন এবং আরও অনেক বিষয়সহ নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য জানিয়ে দিয়েছেন। এর আগে আসন্ন নির্বাচন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন সংশ্লিষ্টরা।
কমিশন জানিয়েছে, দেশটির যোগ্য নাগরিকরা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সময়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্বাচনে কুর্দিস্তান ওয়ার্কার্স পাটি তথা পিকেকে-পন্থি পিপলস ডেমোক্রেটিক পার্টিও (এইচডিপি) অংশ নিতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ নিতে পারা রাজনৈতিক দলের তালিকা সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে।
তালিকা অনুযায়ী নিম্নলিখিত দলগুলো নির্বাচনে অংশ নিতে পারবে-
জাস্টিস অ্যান্ড ইউনিটি পার্টি, জাস্টিস পার্টি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, মাদারল্যান্ড পার্টি, ইন্ডিপেন্ডেন্ট টার্কি পার্টি, গ্রেট ইউনিয়ন পার্টি, গ্রেট টার্কি পার্টি, রিপাবলিকান পিপলস পার্টি, ডেমোক্রেসি অ্যান্ড ব্রেকথ্রু পার্টি, ডেমোক্রেটিক লেফট পার্টি, ডেমোক্রেটিক পার্টি, লেবার পার্টি, ফিউচার পার্টি, ইয়ং পার্টি, ইউনিয়ন অব সোশ্যালিস্ট ফোর্সেস, পার্টি অব রাইটস অ্যান্ড ফ্রিডম, পিপলস লিবারেশন পার্টি, পিপলস ডেমোক্রেটিক পার্টি।
এছাড়াও রয়েছে ফ্রি কজ পার্টি, গুড পার্টি, হোমল্যান্ড পার্টি, ন্যাশনাল পার্টি, ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি, ন্যাশনাল রোড পার্টি, ফেলিসিটি পার্টি, লেফট পার্টি, দ্য পার্টি ফল চেঞ্জ ইন টার্কি, ওয়ার্কার্স পার্টি অব টার্কি, টার্কি কমিউনিস্ট মুভমেন্ট, কমিউনিস্ট পার্টি অব টার্কি, প্যাট্রিওটিক পার্টি, ওয়েলফেয়ার এগেইন পার্টি, ইনোভেশন পার্টি, নিউ টার্কি পার্টি, দ্য গ্রিনস অ্যান্ড লেফট পার্টি অব ফিউচার এবং ভিক্টরি পার্টি।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।