বাড়তি বোনাস পাবেন টাইগাররা


বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইওয়াশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের কাছে বাড়তি বোনাস চেয়েছেন সাকিব আল হাসানরা। তাদের সেই দাবি পূরণের আশ্বাস দিয়েছেন পাপন। মঙ্গলবার মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বললেন, যে কোনো দলের সঙ্গে প্রথমবার সাফল্য পেলে আমরা ক্রিকেটোরদের ভালো বোনাস দেই। এটা সবসময় ওদের জানা। সব দলের সঙ্গেই তো সিরিজ জেতা হয়ে গিয়েছিল, শুধু ইংল্যান্ডের সঙ্গে এবারের আগে কোনো ফরম্যাটে সিরিজ জিতিনি। কাজেই সেজন্য ওরা পুরস্কার পাবে, সেটা ওরাও জানে। পাপন আরও বলেন, চার মাস আগে যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে হারানো বড় সাফল্য। আর এমন একটা দল, যাদের সঙ্গে আমরা সিরিজই খেলি না। ৭ বছর পর ইংল্যান্ড খেলতে এলো, ১২ বছর ধরে আমরা ওদের ওখানে যাই না। আমরা তাই ওদের সঙ্গে খেলে অভ্যস্ত না। পাপন আরও বলেন, ইংল্যান্ড দলের বেশ কিছু ক্রিকেটার খেলেছে যারা আইপিএলের মতো টুর্নামেন্টে খেলে। আইপিএলের সেরা খেলোয়াড়রা। ওদের মুখোমুখি হওয়া অবশ্যই নতুন চ্যালেঞ্জ ছিল। বিসিবি বস বলেন, এই সিরিজটা খুবই স্পেশাল। বিশ্ব চ্যাম্পিয়ন এবং হোয়াইটওয়াশ, কাজেই সাকিবরা একটু বেশি বোনাস চেয়েছে। আমি বলেছি, অবশ্যই আমরা দেখব। সবসময় ওরা যেটা পেয়ে থাকে, সেটিই পাবে। এর বাইরে ব্যক্তিগত পারফরম্যান্স অনুযায়ী কেউ কম বেশি পায়। পারফরম্যান্সের বোনাসটা আলাদা করে দেওয়া হবে।