মতলবের নায়েরগাঁও উত্তর ইউনিয়নে ইলিশ রক্ষায় নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ
অনলাইন নিউজ ডেক্স
মৎস্য অধিদপ্তরের অর্থায়নে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়নে ইলিশ রক্ষায় ২৪৯ জন কার্ডধারী সুবিধাভোগী জেলেদের মাঝে ৪০ কেজি করে চাউল বিতরন করা হয়েছে।
গত ৩০ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নায়ের গাঁও ইউনিয়ন খাদ্য গোডাউন সংলগ্ন মাঠে এ চাউল বিতরন করা হয় ।
বিতরণকালে মতলব দক্ষিণ উপজেলা সহকারী মৎস কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ইলিশ মাছ জাতীয় সম্পদ হিসেবে আখ্যা দিয়েছেন। তাই নদীতে মার্চ এবং এপ্রিল এ দুই মাস ইলিশ ধরা বন্ধ থাকায় সরকার থেকে নিবন্ধিত জেলের চাল দিয়ে সহযোগীতা করা হচ্ছে।
এছাড়াও জেলেদের স্বাবলম্ভী করার জন্য বিভিন্ন সময় উপকরণ বিতরণ করে এই সরকার জেলেদের সার্বিক সহযোগীতা করে আসছে।
ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা একাধিক কার্ডধারী জেলে জানান,সরকারের দেওয়া চাল পেয়ে আমরা অত্যন্ত খুশী। এ চাল পেয়ে সুবিধাভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান,ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ লোকমান হোসেন,আলাউদ্দিন মিয়া,আজহারুল ইসলাম, ওমর ফারুক, মোহন সরকার।৭,৮,৯ সংরক্ষিত মহিলা মেম্বার নার্গিস আক্তার, উম্মে কুলসুম,মৎসজীবি প্রতিনিধি- মনোরঞ্জন বেপারী প্রমূখ।
ক্যাপশন ছবিঃ মতলব দক্ষিণ উপজেলার ১নং নায়ের গাঁও উত্তর ইউনিয়ন নিবন্ধিত জেলে মাঝে চাল বিতরণের স্থির চিত্র;
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।