রাজধানীর বঙ্গ মার্কেটে আগুন। প্রায় ৪৮টি ইউনিট আগুন নিভানোর কাজ চালিয়ে যাচ্ছে।


বঙ্গ মার্কেটে আগুন লাগার কারণে ফায়ার সার্ভিসের ৪৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছে। আগুন লাগার খবর পেয়ে বঙ্গ মার্কেটের আশেপাশে সকল চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে দোকানের মালিকগণ এবং কর্মচারী জিনিসপত্র বের করে আনার জন্য যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার ডোনেট বাংলাদেশকে এই খবর নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল প্রায় ৬:১৫ মিনিটে আগুন লাগার খবর আসে অফিস কক্ষে। এর পরপরই ফায়ার সার্ভিসের কর্মীগণ আগুন নিয়ন্ত্রণের কাজে নেমে পড়েন। বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের সেনাবাহিনী থেকে একটি সাহায্যকারী দল পাঠানো হয়েছে বলে জানায়, আন্ত বাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোন তথ্য জানতে পারেননি ফায়ার সার্ভিস। এছাড়াও ফায়ার সার্ভিস আরো তথ্য জানান যে আগুন নিয়ন্ত্রণে আসার পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। মার্কেটের ব্যবসায়ীগণ জানান যে মার্কেটের ভিতরে রাত্রে কোন লোক থাকে না তবে দারোয়ান থাকে। মার্কেটে ভেতরে কোন লোকজন আছে কিনা তা এখনো জানা যায়নি, সকলে আগুন নিভানোর কাজে ব্যস্ত। আগুন লাগার খবর পেয়ে সকালে অনেক ব্যবসায়ীগণ এসে জিনিসপত্র বের করতে না পারায় কান্নায় ভেঙে পড়েন। মার্কেটের মধ্যে আগুনের ব্যাপকতাটা অনেক বেশি হয় কেননা মার্কেটের মধ্যে বিভিন্ন রকমের জামা কাপড় রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীদল এখনো কাজ চালিয়ে যাচ্ছে।