কেন্দুয়ায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ


\"শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ\" এই প্রতিপাদ্যের আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় খাদ্য বান্ধব কর্মসূচি চাল বিতরণ শুরু হয়েছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে খাদ্য অধিদপ্তর পরিচালিত কেন্দুয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সহযোগিতায় উপজেলার নওপাড়া ইউনিয়নে দূর্গাপুর মোড়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কাবেরী জালাল এ খাদ্য বান্ধব কর্মসূচি চাল বিতরণ শুরু করেন। উল্লেখ, কেন্দুয়া উপজেলায় ১৩ টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচি আওতায় ৮৬৮৬ জন কার্ডধারীকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। প্রতিজনকে ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি ধরে দেওয়া হবে। নওপাড়া ইউনিয়নের ডিলার মেসার্স জুনাঈদ আহামেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার ইউনিয়নে একাংশে ২৯১ জন কার্ডধারী আমি চাল বিতরণ করছি। সপ্তাহে সোম, মঙ্গল, বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ চাল বিতরণের কার্যক্রম চলবে বলে তিনি জানান। এসময় নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সারোয়ার জাহান কাওসার, কেন্দুয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ্, স্থানীয় এলাকাবাসীসহ কার্ডধারীরা উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শহীদুল্লাহ বলেন, ঈদকে সামনে রেখে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু হয়েছে। ১৩টি ইউনিয়নে ২৬ জন ডিলার এ চাল বিক্রি শুরু করেছেন। প্রতি ইউনিয়নেই একজন করে ট্যাগ অফিসার রয়েছে এবং আমরাও তা সার্বক্ষণিক তদারকি করছি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল বলেন, আজ থেকে পুরো উপজেলায় একযোগে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি হয়েছে। সাধারণ মানুষের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ একটি উদ্যোগ এই কর্মসূচি। এটি সফল করতে আমরা সব সময়ই তদারকি করছি।