মুম্বাইয়ের বিপক্ষে সুযোগ পাবেন মুস্তাফিজ?
অনলাইন নিউজ ডেক্স
আইপিএলের পয়েন্ট টেবিলে তলানিতে থাকা দুই দল মঙ্গলবার মুখোমুখি হচ্ছে। দিল্লি ক্যাপিটালস তিন ম্যাচ খেলে কোন জয় পায়নি। মুম্বাই ইন্ডিয়ান্স দুই ম্যাচ খেলেই হেরেছে। দুই দলের ম্যানেজমেন্টেই চলছে অশান্তি।
মুম্বাইয়ের মালিক পক্ষ বলেছে, দলের মধ্যে জয়ের ক্ষুধা নেই। দিল্লির ব্যাটিং কোচও একই কথা বলেছেন। হারের বৃত্তে থাকায় দিল্লি একাদশে পরিবর্তন আসার জোর সম্ভাবনা আছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান কি খেলার সুযোগ পাবেন?
সংবাদ মাধ্যম ক্রিকবাজ এবং মাই খেল-এর প্রিভিউ অনুযায়ী, মুস্তাফিজের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। সম্ভাব্য একাদশে মুস্তাফিজকে রাখা হয়নি। এমনকি ক্রিকবাজ ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে দিল্লির বাঁ-হাতি পেসার চেতন সাকারিয়র খেলার সম্ভাবনা দেখছে।
দিল্লির চারজন বিদেশি খেলানোর সুযোগ আছে। ডেভিড ওয়ার্নার, রাইলি রুশো ও লুঙ্গি এনগিডিকে খেলাতে পারে তারা। বিদেশি বাড়ালে ফিল সল্ট ও রোভম্যান পাওয়েলের সম্ভাবনা বেশি। পেস আক্রমণে আলোচনা রাখা হয়নি দ্য ফিজকে।
দিল্লির পেস বোলিং আক্রমণে দেশি কমলেশ নাগারকোটি, ইশান্ত শর্মা ও মুকেশ কুমারের খেলার সম্ভাবনা বেশি। বিদেশি কোটায় এনগিডি বা নরকিয়া আছেন। আর স্পিন আক্রমণে খেলানো হবে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলকে।
দিল্লির সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, পৃথ্বি শ’, রাইলি রুশো, অভিষেক পোরেল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, কমলেশ নাগরকটি, কুলদীপ যাদব, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, লুঙ্গি এনগিডি।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।