শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ফেরি চলাচল শুরু ১৮ এপ্রিল।
অনলাইন নিউজ ডেক্স
আসন্ন ঈদকে সামনে রেখে আগামী ১৮ এপ্রিল থেকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে চলবে ফেরি। এ সময় ফেরিতে মোটরসাইকেল ও যাত্রী পারাপারের সিদ্ধান্ত হয়েছে।শনিবার (১৫ এপ্রিল) এসব তথ্য জানিয়েছেন বিআইডব্লিউটিসির ম্যানেজার মো. জামাল হোসেন।তিনি বলেন, ‘এ নৌরুটে প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২টি ফেরি দিয়ে মোটরসাইকেল ও যাত্রী পারাপার করা হবে।’তিনি আরও বলেন, ‘ঈদকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের ২১ জেলার লাখো মানুষ এ নৌরুটে বাড়ি ফিরবে। ঈদ পরবর্তী প্রয়োজন সাপেক্ষে ও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল ও যাত্রী পারাপার করা হবে। শিমুলিয়ায় মোট ৪টি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারের জন্য ভিআইপি ফেরিঘাট (৪নং) প্রস্তুত করা হয়েছে। ফেরিতে মোটরসাইকেল প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা ‘এদিকে, নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলের অনুমতি দেয় সেতু কর্তৃপক্ষ। এরআগে পদ্মা সেতুর ২২ ও ২৩ পিয়ার এবং ৩৮ ও ৩৯ নং পিয়ার এর মধ্য দিয়ে ফেরি সার্ভিস পরিচালনা করার অনাপত্তি প্রদান করেছে সেতু কর্তৃপক্ষ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।