নাটোর জেলা ট্রাক ট্যাংকলরী কার্ভাড ভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন: আলম সভাপতি, চুন্নু সাধারণ সম্পাদক
অনলাইন নিউজ ডেক্স
নাটোর জেলা ট্রাক, ট্রাংকলরী ও কার্ভাড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আলম-চুন্নু পরিষদের সভাপতি মোস্তারুল ইসলাম আলম ও সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান চুন্নু নির্বাচিত হয়েছেন।
শনিবার(২৯ এপ্রিল) সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের আলাইপুর অনিমা চৌধুরী অডিটোরিয়ামে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গণনা শেষে রাতে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে বাদল প্রাং,
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজমুল শেখ বাপ্পী,আব্দুস সালাম খান সাংগঠনিক সম্পাদক, আশা প্রাং অর্থ সম্পাদক, তোতা মিয়া দপ্তর সম্পাদক, ফজলু প্রাং প্রচার সম্পাদক, সুলতান আরেফিন সমাজ কল্যাণ সম্পাদক ও মোঃ রাসেল সড়ক সম্পাদক। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন আশিকুর রহমান কোয়েল, কামাল মৃধা ও লিটন শেখ।
নির্বাচনে আলম-চুন্নু প্যানেল এবং রওনক-জলিল প্যানেল নামে দুটি প্যানেলে ১৩ টি পদে একজন স্বতন্ত্রসহ মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২ হাজার ৩৭৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আরিফ সরকার এবং সদস্য সচিব জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মালেক শেখ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।