কৃষক সমিতির মানববন্ধন
মোঃ নাসিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, রাজশাহী
চাঁপাইনবাবগঞ্জে কৃষক বাঁচাও কৃষক বাঁচাও দেশ বাঁচাও স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছি কৃষক সমিতি।
বেলা ১১ঃ০০ টার দিকে বৃহস্পতিবার ৪ মে কেন্দ্রীয় শহরে শিক্ষক মিছিল বের হয়েছে । চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। মানববন্ধন থেকে ডিজেল,সার বিদ্যুৎসহ কৃষি উপকরণ অতিরিক্ত মূল্য প্রত্যাহার , প্রতি মণ ধানে পনেরশো টাকা দরে সরকারিভাবে ধান ক্রয় , ভূমিহীন কৃষকসহ প্রকৃত উৎপাদক কৃষি কার্ড প্রদান, শস্য বীমা, পল্লী রেশোনিং চালু, কৃষি কাজে বাজেট বৃদ্ধি বরাদ্দ দাবী জানানো হয়েছে এ ছাড়া ও বরেন্দ অঞ্চলে কৃষি প্রকল্পের সেচ ব্যবস্থা অনিয়ম অনীহা বন্ধের দাবি জানিয়েছেন।
জেলা সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় মানববন্ধনের স্বাগত বক্তব্য বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতির সংগঠনিক সম্পাদক আবিদ হোসেন সাবেক ভিপি রাকসু কৃষক সমিতির বরেন্দ্র অঞ্চলের নেতা গরীবুল্লাহ হাসান মুন্না কৃষক সমিতির সাধারণ সম্পাদক কুমার পাল সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসিব বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সম্পাদক কামাল উদ্দিন এছাড়াও অন্যান্যরা বক্তব্য দেন।
চাঁপাইনবাবগঞ্জের মাটি পবিত্র কৃষকদের বর্গা জমির চাষের ফসল এক এর তিন ভাগের ভাগে নেয়োয়ার দাবি জানিয়েছেন। আজও চাঁপাইনবাবগঞ্জ এর কৃষকেরা দাবি আদায় করতে পারেনি।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।