অর্থের মোহে পড়া ক্রিকেটারদের লাগাম টানতে ইংল্যান্ড কোচের পরামর্শ


টি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাবের পর থেকেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কম পরিশ্রমে বেশি পারিশ্রমিক পাওয়ার সুযোগ থাকায় এখন ক্রিকেটাররা জাতীয় দলের পরিবর্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই ঝুঁকছেন। সম্প্রতি ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যম দাবি করেছে, তাদের তারকা পেস বোলার জোফরা আর্চারকে আইপিএলের রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্স ধরে রাখার জন্য বার্ষিক চুক্তির প্রস্তাব দিয়েছে। আর্চার প্রস্তাব মেনে নিলে ইংল্যান্ড দলে খেলতে হলে তাকে মুম্বাই ইন্ডিয়ান্সের অনুমতি নিতে হবে। ইংল্যান্ডের সংবাদমাধ্যমটির দাবি, শুধু আর্চারই নন! ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন ফ্র্যাঞ্চাইজিদের নজরে। তাদের মধ্যে অন্যতম হলেন অ্যালেক্স হেলস। তার সঙ্গেও বার্ষিক চুক্তি করতে যাচ্ছে আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি। এ ব্যাপারে ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলেছেন, গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেট অনেক বদলে গেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে কম পরিশ্রমে বেশি পারিশ্রমিক পাওয়া যায়। কোনো ক্রিকেটারকে দীর্ঘমেয়াদী বড় অঙ্কের প্রস্তাব দিলে সেই প্রস্তাব কেউ প্রত্যাখ্যান করবে না। ফ্র্যাঞ্চাইজিদের অর্থের মোহে পড়া তারকাদের লাগাম টেনে ধরতে হলে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর বোর্ডের কর্তাদের যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। এমনটি জানিয়েছেন, কলকাতা নাইট রাইডার্সের সাবেক প্রধান কোচ ম্যাককালাম। তিনি বলেন, বোর্ডের উচিত ক্রিকেটারদের সঙ্গে কথা বলা। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সঙ্গেও কথা বলতে হবে। সেই অনুযায়ী ক্রিকেটারদের ছাড়তে হবে, যাতে ক্রিকেটাররাও অর্থ উপার্জনের সুযোগ পায়। যদি ক্রিকেটাররা তাতে রাজি না হয়, তাহলে ভবিষ্যতের কথা ভেবে বিকল্প খুঁজে নিতে হবে।