বিক্ষোভের সময় ইমরান সমর্থকরা যা যা ‘লুট’ করেছেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন নিউজ ডেক্স
গত মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পরই বিক্ষোভে নেমেছেন পিটিআই সমর্থকরা। সহিংসতায় ছেয়ে গেছে গোটা পাকিস্তান।
দেশটির বিভিন্ন রাজ্যে হয়েছে লুটপাট। চুরির কবল থেকে বাদ যায়নি দোকানপাট, শপিংমল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ শনিবার এক প্রেস কনফারেন্সে বলেন, পিটিআই সমর্থকরা দোকানপাট, শপিংমল, বন্দুকের দোকানেও লুটপাট চালিয়েছে।
তিনি আরও জানান, তারা ব্যাংক লুটেরও চেষ্টা করেছে।
রানা সানাউল্লাহ দাবি করেন, লুটতরাজরা দরজি দোকানের কাপড়-চোপড়, এমনকি সেলাই করার সুই পর্যন্ত লুট করে নিয়ে গেছে।
নিউজ কনফারেন্সের সময় রানা সানাউল্লাহ ইমরান খানের ব্যাপক সমালোচনা করেন। তিনি বলেন, একদিকে আল-কাদির ট্রাস্টের অর্থ চুরি করেছে ইমরান খান। অন্যদিকে মানুষকে বিক্ষোভের মুখে উস্কে দিচ্ছেন তিনি।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।