ইমরানের রাজনীতির মাঠ কাঁপাতে দলে যোগ দিলেন যে জনপ্রিয় নায়িকা
অনলাইন নিউজ ডেক্স
পাকিস্তানের অতি পরিচিত অভিনেত্রী ও মডেল আজেকা ড্যানিয়েল রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দিলেন।
ইমরান খানের নেতৃত্বে থাকা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফে (পিটিআই) এ যোগ দিয়েছেন তিনি। শিগগিরই তিনি সরকারবিরোধী নানা কর্মসূচি নিয়ে মাঠে আছেন। খবর জিও টিভির।
টুইটারে জনপ্রিয় অভিনেত্রী আজেকা লিখেছেন, ‘অবশেষে! আমি আমার দেশের স্বার্থে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছি। সিন্ধুর প্রেসিডেন্ট আলি হায়দার জাইদির সঙ্গে পিটিআইয়ে যোগ দিয়েছি।’
অভিনেত্রী নিজের টুইটার হ্যান্ডলে এ খবর জানান। পিটিআইয়ের সিন্ধ প্রদেশের প্রেসিডেন্ট আলি হায়দার জাইদির সঙ্গে তিনি এক ছবি পোস্ট করেছেন ব্যক্তিগত সোশ্যাল অ্যাকাউন্ট থেকে।
দেশের প্রতি অঙ্গীকার করে ড্যানিয়েল ক্যাপশনে লেখেন, শেষ পর্যন্ত, দেশের স্বার্থে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
পিটিআইয়ের সিন্ধের প্রেসিডেন্ট তার দলে ড্যানিয়েলকে স্বাগত জানিয়েছেন।
পিটিআই সিন্ধের প্রেসিডেন্ট আলি হায়দার জাইদি এই অভিনেত্রীর গলায় পিটিআইয়ের পতাকা জড়িয়ে দেন।
ভক্তদের জন্য একাধিক ছবিও তিনি শেয়ার করেছেন ড্যানিয়েল। আজেকা লেখেন, ‘আমাদের অবশ্যই দেশকে এই জগাখিচুড়ি থেকে বের করে আনতে হবে এবং প্রধানমন্ত্রী ইমরান খানের অধীনে অগ্রগতির পথে ফিরে যেতে হবে।’
পাকিস্তানের অন্যতম শীর্ষ অভিনেত্রী ২৭ বছর বয়সি আজেকা। এরই মধ্যে অভিনয় দক্ষতায় প্রশংসা কুড়িয়েছেন তিনি। নূর জাহান, মালাল-ই-ইয়ার, তেরা ঘুম আর হুম সিনেমায় করেছেন প্রধান চরিত্র। অসংখ্য জনপ্রিয় নাটকেও অভিনয় করেছেন তিনি।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।