নাটোরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নিমার্ণ কাজের উদ্বোধন
অনলাইন নিউজ ডেক্স
নাটেরের গুরুদাসপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের
উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার(১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার খামার নাচকৈড় মৌজার ৩ নম্বর ওয়ার্ডে মিনি স্টোডিয়ামের ভিত্তি প্রস্তর স্থানের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রবণী রায়।
৫ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে
৩ একর জায়গার উপর এই স্টেডিয়াম নিমার্ণ করা হবে।
সারাদেশে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় ২য় ধাপে ১৮৬টি উপজেলায় এ স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। এর মধ্যে গুরুদাসপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে ৪ ক্যাটাগরিতে সর্বমোট ২০ কোটি ৫২ লাখ ২২ হাজার টাকা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে এ স্টেডিয়ামের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুরে বিলচলন শহীদ সামসুজ্জো সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ একরামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি রাজকুমার কাশি ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজ, ঠিকাদার মোঃ নাজমুল হক প্রমুখ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।