স্বাধীনতার পক্ষের শক্তি আগামী দিনে এ দেশ শাসন করবে: বাবলা


জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার পক্ষের শক্তি আগামী দিনে এ দেশ শাসন করবে। জঙ্গি-সন্ত্রাসীদেরকে কোনো অবস্থাতেই এই বাংলার মাটিতে অবস্থান করতে দেওয়া হবে না। সোমবার নিজ নির্বাচনি এলাকা দোলাইরপার জালালাবাদ আয়রন স্টিল ও মেশিনারিজ দোকান মালিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাবলা আরও বলেন, ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এবং ৩০ লাখ মুক্তিযোদ্ধার তাজা রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র বাংলাদেশের অগ্রগতি-উন্নয়ন থামিয়ে রাখতে পারবে না। বাবলা মার্কেটের সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আলাপ-আলোচনা করে দলমত নির্বিশেষে সব ব্যবসায়ীদেরকে নিয়ে সুন্দরভাবে সমিতি চালানোর আহ্বান জানান। মার্কেটের উন্নয়নে ড্রেনেজ ব্যবস্থাসহ ব্যবসায়ীদের সুখে-বিপদে-আপদে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। মার্কেটের ভেতরে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন জাতীয় পার্টির এই সংসদ সদস্য। জালালাবাদ আয়রন স্টিল ও মেশিনারিজ দোকান মালিক সমিতির সভাপতি গোলাম সারোয়ার খাঁন মামুনের সভাপতিত্বে ও সহ-সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান নান্নুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ডিএমপি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার জিয়াউল আহসান তালুকদার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন, কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার সাহা, জালালাবাদ আয়রন স্টিল ও মেশিনারিজ মার্কেটের প্রতিষ্ঠাতা তাজউদ্দিন আহমেদ মামুন, লায়ন এইচএম ইব্রাহীম ভুইয়া, মোশারফ হোসেন খান।