জীবন পেয়েও কাজে লাগাতে পারলেন না জয়
অনলাইন নিউজ ডেক্স
মিরপুর টেস্টে বড় লিড পেয়েছে বাংলাদেশ। ২৩৬ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে টাইগাররা।
প্রথম ওভারের শেষ বলে ক্যাচ দিয়েও বেঁচে যান মাহমুদুল হাসান জয়। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি তরুণ ওপেনার। পরের ওভারের শেষ বলে ধরলেন ড্রেসিং রুমের পথ।
দ্বিতীয় ওভারটি শুরু করেন আফগান বোলার নিজাত মাসুদ। পাঁচ বলে ৩টি চারসহ ১৩ রান দেওয়ার পর ডান হাতের তালুর সমস্যায় বেরিয়ে যান তিনি। ওভারের শেষ বলটি করতে আসেন আমির হামজা হোতাক।
অফ স্টাম্পের বাইরের ডেলিভারি শরীরের অনেক দূর থেকে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন জয়। ব্যাটের বাইরের কানায় লেগে কিপারের পা ছুঁয়ে বল জমা পড়ে স্লিপে দাঁড়ানো ইব্রাহিম জাদরানের হাতে!এতে জয়ের ইনিংসের সমাপ্তি।
৪ চারে ১৩ বলে ১৭ রান করেছেন জয়। ক্রিজে জাকির হাসানের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
এর আগে প্রথম ওভারে ইয়ামিন আহমেদজাইয়ের অফস্টাম্পের বল তাড়া করতে গিয়ে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়েছিলেন মাহমুদুল হাসান। ডান দিকে ঝঁপিয়ে দুই হাতে বলের নাগালও পেয়েছেন নাসির জামাল। তবে রাখতে পারেননি। প্রথম ইনিংসে ৭৬ রান করা মাহমুদুল ‘জীবন’ পান ৪ রানে। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভার শেষে বাংলাদেশের রান বিনা উইকেটে ৫।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৩১/১, খেলা চলছে।
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮২
আফগানিস্তান ১ম ইনিংস: ৩৯ ওভারে ১৪৬ (ইব্রাহিম ৬, মালিক ১৭, রহমত ৯, শাহিদি ৯, জামাল ৩৫, জাজাই ৩৬, জানাত ২৩, হামজা ৬, আহমাদজাই ০, মাসুদ ০, জাহির ০*; তাসকিন ৭-০-৪৮-০, শরিফুল ৮-২-২৮-২, ইবাদত ১০-১-৪৭-৪, তাইজুল ৫-০-৭-২, মিরাজ ৯-১-১৫-২)
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।