‘বিএনপিকে রাজনীতি থেকে সরাতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করছে সরকার’
অনলাইন নিউজ ডেক্স
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। শুধু তাই নয়, রাজনীতি থেকে বিএনপিকে সরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগকে ব্যবহার করছে সরকার। বৃহস্পতিবার বিকালে দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মির্জা আরও বলেন, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে খুন-হত্যা-মিথ্যা মামলায় নেতাকর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে। সম্প্রতি নরসিংদীতে একটি চক্রান্তমূলক হত্যাকাণ্ড ঘটিয়ে ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে এবং তার সহধর্মিণীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এ ছাড়া এ মামলায় বিএনপির অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শুধু তাই নয়, নরসিংদীতে বিএনপির কার্যালয় ও খোকনের বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে । এটির উদ্দেশ্য হচ্ছে— খোকনকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া । অথচ ছাত্ররাজনীতি থেকে এখন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় খোকনের অবদান অস্বীকার করতে পারবে না ।
এর আগে ২৭ মে নরসিংদীতে দুই ছাত্রদল নেতা নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন ও তার স্ত্রী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ৩৫-৪০ জনকে আসামি করা হয়।
সংঘর্ষে নিহত জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমানের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় এ হত্যা মামলা করেন। এই মামলায় যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎসহ এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।