নওগাঁ জেলার নতুন পুলিশ সুপার কামরুজ্জামান
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী
নওগাঁর পুলিশ সুপার পদে পরিবর্তন এসেছে। গত ১৩জুন (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তাবিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পরিবর্তনের ঘোষণা দেয়া হয়। নওগাঁর পুলিশ সুপার পদে নতুন মুখ হিসেবে যোগদান করছেন দিনাজপুর জেলার কৃতি সন্তান মো: কামরুজ্জামান, বিপিএম-সেবা।
তিনি শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসসি সম্পন্ন করে ২৫তম বিসিএস-এর মাধ্যমে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। আর বর্তমান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে টুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
নওগাঁর মানুষের কাছে এক পরিচিত মুখ ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। তিনি পুলিশ সুপার হিসেবে নওগাঁতে মাত্র ৯মাস কর্মরত ছিলেন। তার মতো দক্ষ, বিচক্ষণ ও স্থির মেধার অধিকারী মানুষকে এই নওগাঁতে আরো কিছুদিন খুব প্রয়োজন ছিলো বলে মনে করছেন নওগাঁর সচেতন মহল।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।