নেত্রকোনার কেন্দুয়ায় ২টি প্রাইমারি স্কুল ও ২টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন কেন্দুয়া আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। শুক্রবার (১৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দুয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) এর যৌথ বাস্তবায়নে উপজেলায় ২টি কমিউনিটি ক্লিনিক ও ২টি প্রাইমারি স্কুলের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় এমপি বলেন, যখন সরকারি ক্ষমতায় আওয়ামী লীগ তখনই সাধারণ মানুষের উন্নয়ন হচ্ছে, হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন আমাদের মৌলিক অধিকার গুলোর মধ্যে শিক্ষা ও চিকিৎসা সর্বাগ্রে। সেই লক্ষ্যে তিনি চিকিৎসাকে জনগণের দৌঁড়গোরায় পৌঁছে দিতে তৃনমুলে কমিউনিটি ক্লিনিক গড়ে তুলচ্ছেন পাশাপাশি প্রাইমারি স্কুলে শিশুদের মেধা বিকাশ ও সুন্দর পরিবেশের জন্য অবকাঠামোগত উন্নয়ন করচ্ছে। এসময় তিনি উপস্থিত তৃনমুলের সাধারণ মানুষের সাথে আলোচনা করতে গিয়ে আরো বলেন, বছর শেষে অথবা আগামী বছরের প্রথম দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সরকারের যতটুকু উন্নয়ন হয়েছে তা নিয়েই আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে উপস্থিত সকলের কাছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন এমপি অসীম কুমার উকিল।
উদ্বোধনকৃত প্রতিষ্ঠান গুলো হচ্ছে:
১। পাইকিড়া ইউনিয়নে চিটুয়া কমিউনিটি ক্লিনিকের ভবন।
২। মোজাফরপুর ইউনিয়নে গগডা কোনাপাড়া কমিউনিটি ক্লিনিকের ভবন।
৩। মোজাফরপুর ইউনিয়নে মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন।
৪। বলাইশিমুল ইউনিয়নে লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা প্রকৌশলী মো.মোজাম্মেল হোসেন, হাসপাতালে দায়িত্ব কর্মকর্তা মোঃ শাহীনূর খন্দকার, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম, শ্রম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আঙ্গুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, মোজাফরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.মাহমুদ চৌধুরী, পাইকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.আজিজুর রহমান আরজু, বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.রহিম আহমেদ, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল, ইউপি চেয়ারম্যান মো.ইসলাম উদ্দীন, মো.জাকির আলম ভূঁইয়া, সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় সুধীজন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।