কলারোয়ায় তথ্য আপার উঠান বৈঠকে এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি


শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় তথ্য আপার ৮৩তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১জুন) সকালে উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট গ্রামে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা অনিমা রাণীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী তথ্যসেবা কর্মকর্তা ইরিনা পারভীন, নাসরিন নাহার, ইউপি সদস্য খায়রুল ইসলাম, ইউপি সদস্য রহিমা বেগম কাজল, ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী প্রমূখ। বৈঠকে আগত নারীদের স্বাস্থ্য, শিক্ষা, সরকারের উন্নয়ন কর্মকান্ড, আইন, বিভিন্ন ভাতা ও প্রশিক্ষণ বিষয়ক, বাল্যবিবাহ, আইনী সহায়তার পরামর্শ প্রদান, চাকুরির আবেদনপত্র পুরণ, ভর্তি পরীক্ষার ফরম পুরণ, মহিলাদের ডায়াবেটিক পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, তামমাত্রা, ওজন মাপা ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়।