গজারিয়ায় বৃষ্টির কারণে হাটে গরু আসছে কম দাম চড়া।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জের গজারিয়ায় বৃষ্টির কারণে হাটে গরু কাম উঠেছে। এতে গরুর দাম ছিল চড়া।মঙ্গলবার (২০ জুন) দিনভর বৃষ্টির কারণে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী ভবেরচর সাপ্তাহিক পশুর হাটে পশু ছিল কম। এতে বৃষ্টি উপেক্ষা করে হাটে আসা ক্রেতারা বিপাকে পড়ে। হাটে গরু কম থাকায় দামও ছিল চড়া।সরেজমিনে দেখাযায়,ক্রেতারা ভবেরচর হাটে ভিড় করলেও গরুর সংখ্যা ছিল কম। এছাড়াও পশুরহাট ছিল কাদাপানিতে একাকার। ফলে ক্রেতা বিক্রেতা উভয়ই চরম দুর্ভোগ পোহাতে হয়।গরু কিনতে আসা লক্ষ্মীপুরা গ্রামের দীন ইসলাম বলেন, বড় আকারের একটি গরু কিনতে চাই কোরবানি জন্য। কিন্তু হাটে এসে দেখি, বড় কোনো গরু নেই। ছোট ও মাঝারি আকারের অল্প কয়েকটি গরু থাকলেও দাম অনেক বেশি। তবে গত মঙ্গলবার এই হাটে ছিল ভিন্ন চিত্র। হাটে ক্রেতার তুলনায় পশুর সরবরাহ ছিল বেশি। দাম ছিল তুলনামূলক অনেক কম।হাটে গরু কিনতে আসা আরেক ক্রেতা মমিনুল হক বলেন, বৃষ্টির কারণে সৃষ্ট কাদা পানিতে দুর্ভোগ পোহাতে হয়েছে।গত বছরের তুলনায় এবার পশুর দাম বেশি।ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে ক্রেতারা আসছেন না হাটে তাছাড়া গরুর সরবরাহ কম। যেগুলো হাটে উঠেছে দামের কারণে বিক্রি কম হচ্ছে। খাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরু দাম চড়া হয়েছে বলে জানান বিক্রেতারা।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।