গজারিয়ায় জামালদী-হোসেন্দী সড়কে গাড়ি থামিয়ে হাতি দিয়ে চাঁদাবাজি।


মুন্সীগঞ্জের গজারিয়ায় জামালদী- হোসেন্দী সড়কের জামালদী এলাকায় একটি হাতি  মানুষ ও গাড়ি থামিয়ে টাকা আদায় করছে। এক প্রকার জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।মঙ্গলবার(২০ জুন) এ চিত্র দেখা গেছে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায়। মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের সামনে হাতিটিকে দাঁড় করাচ্ছেন। এরপর হাতি তার লম্বা শুঁড় এগিয়ে দিচ্ছে গাড়ির চালক বরাবর। নিরুপায় চালক বাধ্য হয়ে হাতির শুঁড়ে গুঁজে দিচ্ছেন বিভিন্ন অঙ্কের টাকা। তখন হাতিটি টাকা তুলে দিচ্ছে তার পিঠে থাকা মালিক কাছে। এ সময় মালবাহী ট্রাকের চালক আবুবকর সিদ্দিক ক্ষোভের সঙ্গে বলেন, এরা পাইছে কী? প্রায় দেখি রাস্তার মাঝে দাঁড়িয়ে গাড়ি আটকে জোর করে টাকা আদায় করে। টাকা না দেওয়া পর্যন্ত হাতি সরে না। দ্রুত গতির গাড়ি থামাতে গেলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে।জামালদী এলাকার বিজয় চৌধুরী ডোনেট বাংলাদেশ বলেন,রাস্তায় যানবাহন আটকে টাকা আদায়ের কারণে রোডে যানজট দেখা দেয়। এতে মানুষের ভোগান্তিতে পড়তে হয়।তবে উপস্থিত জনতা বলেন, হাতিটি যে গাড়িকে টার্গেট করে থামায়, সেই গাড়ির চালককে অবশ্যই টাকা দিতে হয়। টাকা না দিলে গাড়ির সামনে থেকে সরে না হাতি।হাতিটির মালিক মিলন মিয়া বলেন,  গাজীপুরের টঙ্গী থেকে গত রোববার গজারিয়ায় এসেছেন। মানুষ খুশি হয়ে যা দেয়, তাই গ্রহণ করে আমার হাতি।এভাবে গাড়ি থামিয়ে বা পথরোধ করে টাকা আদায় করা এক ধরনের চাঁদাবাজি, এটা কি ঠিক? জবাবে মিলন মিয়া বলেন, প্রতিদিন হাতির যে খাবার লাগে এর জোগান দিতে গিয়ে তাঁকে অনেক কষ্ট করতে হচ্ছে।বিভিন্ন সড়ক ঘুরে দিন শেষে যা পাই নিজের এবং হাতির খাবার হয়ে যায়। এটাকে কেউ চাঁদাবাজি বললে তাঁর কিছু বলার নেই।