নাটোরে কলা ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আসামি গ্রেফতার


নাটোরে আবুল কালাম (৬০) নামে এক কলা ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা মামলার অন্যতম আসামি লাভলু শেখ (৪২) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-৫) বৃহস্পতিবার(১৩ জুলাই) ভোর রাতে নাটোর সদর উপজেলার দস্তানাবাদ কুমাড়পাড়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি জানান। গ্রেফতারকৃত আসামি লাভলু শেখ সদর উপজেলার কাফুরিয়া রিফুজিপাড়া এলাকার মোঃ শুকচানের ছেলে। র‌্যাব-৫ নাটোর জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল বুধবার রাতে সদর উপজেলার দস্তানাবাদ কুমারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। সেখানে পালিয়ে থাকা হত্যা মামলার অন্যতম আসামি লাভলু শেখকে বৃহস্পতিবার ভোর রাতে গ্রেফতার করা হয়। পরে আসামিকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়। নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, হত্যা মামলার অন্যতম আসামি লাভলু শেখকে গ্রেফতারের পর রাতেই থানায় হস্তান্তর করেছে র‌্যাব। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযানে রয়েছে। উল্লেখ্য, নাটোরে আবুল কালাম (৬০) নামে এক কলা ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার(১২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়ায় ইউনিয়নে আবুল কালাম একই এলাকার কামাল উদ্দিনের কাছে কলা বাগান বিক্রি করেন।কামালের কাছে ২০ হাজার টাকা পাওনা ছিল। পরে বুধবার সকালে আবুল কালাম পাওনা টাকা চাইতে গেলে কামাল উদ্দিনের সঙ্গে তার বাকবিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে গাছের ডাল দিয়ে কালামকে মাথায় আঘাত করে কামাল উদ্দিন। এতে ঘটনাস্থলেই কলা ব্যবসায়ী কালামের মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে কামাল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল র্মগে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় নিহত কালামের ভাতিজা সমজান আলী বাদী হয়ে থানায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।