কেন্দুয়ায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ
নেত্রকোনার কেন্দুয়ায় ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্বখাতের আওতায় বিল নার্সারীতে উৎপাদিত মাছের পোনা বিলে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩জুলাই) দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের কালিয়ান ও ছিলিমপুর বিলে প্রায় লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত করা হয়।
অবমুক্ত পোনার মধ্যে রুই, কাতল, মৃগেল ও কালিবাউসসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা উল্লেখযোগ্য।
পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।
এ সময় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্নকর্তা (ইউএনও) কাবেরী জালাল, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম, চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.এনামুল কবীর খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে কালিয়ান বিলপাড়ে স্থানীয় সুফলভোগীদের সাথে হাওরে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং হাওর অধ্যুষিত অঞ্চলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।