চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ ৫ জন আটক
অনলাইন নিউজ ডেক্স
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার ০৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচু ধুমি গ্রামে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৬০ কেজি গাঁজা আটক করা হয়েছে।
আটককৃত আসামি টিকানা- শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌরসভার রসুলপুর গ্রামের আনারুল (৩০), নয়ালাভাঙ্গা ইউপির\' গুনগুনি পাড়া গ্রামের দুরুল (৩৫), উত্তর উজিরপুর চামাগ্রামের কালাম (৪৫), নয়ালাভাঙ্গা মেনিপাড়া গ্রামের রজব আলী (৩৬), সদর উপজেলার বালিগ্রাম নতুনপাড়া গ্রামের ইসারুল ইসলাম ওরফে বাবু (৩৭) কে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাগেছে, জেলা পুলিশ সুপার ছাইদুল হাসানের দিক নির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচু ধুমি গ্রামের কালাম মোড়লের বসত বাড়ির পাশে ইটের হেয়ারিং রাস্তার একটি টাটা এসিআই পিকআপ এ নিয়ে আসা ৬০ কেজি গাঁজাসহ ঘটনা স্থলেই তাদের আটক করা হয়েছে।
জানা গেছে উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হয়েছে, তথ্য জানিয়েছেন জেলা পুলিশ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।