চাঁপাইনবাবগঞ্জে যুব-সংগঠনের মাঝে অনুদানের নগদ চেক প্রদান।


সারা দেশের অন্যান্য জেলার ন্যায় চাঁপাইনবাবগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব কল্যাণ তহবিল থেকে জেলার ১১টি যুব সংগঠনের মাঝে সাড়ে ৪ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ডিসির\' সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান, সহকারী পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক আশিকুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর হতে ২০২২-২৩ অর্থ বছরের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচিত তালিকাভুক্ত ১১টি যুব সংগঠনের মাঝে মোট ৪ লক্ষ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।এছাড়াও কেন্দ্রীয় ভাবে বিজয় স্মরণি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর মাল্টিপারপাস হলে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের ৬৪ জেলার ৬৪ যুব সংগঠনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বোত্তম যুব সংগঠন হিসেবে \"ভোলাহাট পাবলিক ক্লাব\" বৃক্ষরোপণ প্রকল্পের জন্য অনুদানের ৫০ হাজার টাকার চেন গ্রহণ করেন।