কৃষিমন্ত্রীর হাতে ‘এক দফা’ আন্দোলনের লিফলেট দিল বিএনপি
অনলাইন নিউজ ডেক্স
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাককে ‘এক দফা’ আন্দোলনের লিফলেট দিয়েছে বিএনপি।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর সার্কিট হাউজ মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের মধ্যে লিফলেট বিতরণ করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক। এ সময় কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের হাতে সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবি সম্পর্কিত লিফলেট দেন। মন্ত্রী লিফলেট সহাস্যে গ্রহণ করেন।
ফজলুল হক মিলন জানান, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর মুসল্লিদের মধ্যে আমরা লিফলেট বিতরণ করেছি। এ সময় কৃষিমন্ত্রী নামাজ পড়ে বের হলে তার হাতেও লিফলেট দিয়েছি। শুধু মন্ত্রী নন, ড. কামাল হোসেনসহ অন্য মুসল্লিদের মধ্যেও এক দফার লিফলেট বিতরণ করেছি।’
‘সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের এক দফা’ দাবিতে শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে মসজিদে মসজিদে লিফলেট (প্রচারপত্র) বিলির কর্মসূচি নিয়েছিল বিএনপি। এরই অংশ হিসেবে বিএনপি নেতারা রাজধানীর বিভিন্ন মসজিদে নামাজ শেষে মুসল্লিদের কাছে এক দফার লিফলেট বিতরণ করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টন জামে মসজিদে নামাজ শেষে লিফলেট বিতরণ করেন।
বিএনপির সূত্র জানায়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোহাম্মদপুর এলাকায়, উত্তরে বিএনপির সদস্য সচিব আমিনুল হক মিরপুরের রূপনগরসহ বিভিন্ন এলাকায় নেতারা লিফলেট বিলি করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রমুখ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।