রেকর্ড গড়া সেঞ্চুরিতে সুখবর ফারজানার
অনলাইন নিউজ ডেক্স
ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েন ফারজানা হক পিংকি। সদ্য সমাপ্ত সিরিজে ভারতের সঙ্গে ড্র করে বাংলাদেশ।
ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ১০৭ রানের ইনিংস খেলেন ফারজানা। সিরিজে অলরাউন্ড নৈপুণ্য দেখান নাহিদা আক্তার।
স্মরণীয় এ সিরিজটি শেষ না হতেই সুখবর দিল আইসিসি। মঙ্গলবার সদ্য ঘোষিত আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে ৫৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ১১ ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন ফারজানা হক পিংকি।
বাংলাদেশের প্রথম নারী ব্যাটসম্যান হিসেবে সেরা বিশ ব্যাটারের তালিকায় জায়গা করে নিলেন ফারজানা। এর আগে ২০১৭ সালে সর্বোচ্চ ২৫তম অবস্থানে জায়গা করে নিয়েছিলেন ডানহাতি ব্যাটার রুমানা আহমেদ।
বোলিং র্যাংকিংয়ে ইতিহাস গড়েছেন নাহিদা আক্তার। তিনিও ৫ ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন; যা বাংলাদেশি ক্রিকেটারদের জন্য সেরা অবস্থান। এর আগে গেল বছর ২০তম স্থানে জায়গা করে নিয়েছিলেন সালমা খাতুন।
এছাড়া বোলারদের র্যাংকিংয়ে ২১ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে উঠেছেন অফ স্পিনার সুলতানা। একশর বাইরে থেকে ৬০ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে জায়গা করে নিয়েছেন তরুণ লেগ স্পিনার রাবেয়া।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।