মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৩ এর শুভ উদ্বোধন


নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ\" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ২৫ জুলাই ২০২৩ তারিখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ। এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ \"চাঁদের হাট\" এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন জনাব মো: আনোয়ার কবীর, জেলা মৎস্য কর্মকর্তা, মাগুরা। আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন যে, স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ সারা বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশের এই অবস্থান ধরে রাখতে এবং মাছের উৎপাদন আরও বৃদ্ধি করতে আমাদের উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। উল্লেখ্য যে, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নবগঙ্গা নদীর পারনান্দুয়ালি ব্রীজ সংলগ্ন এলাকায় ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।