নাটোরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
অনলাইন নিউজ ডেক্স
নাটোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পিপিএম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(৬ আগস্ট) বেলা ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনময় সভায় নবাগত পুলিশ সুপার বলেন, আইন-শৃংখলা সমুন্নত রাখতে পুলিশ ও সাংবাদিকদের কাজ এক ও অভিন্ন। আইন শৃংখলা বিষয়ে সকল সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের ক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। সাধারণ মানুষ হয়রানীর শিকার না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখার জন্য পুলিশ সুপারের প্রতি অনুরোধ করেন। কর্মরত বিভিন্ন সাংবাদিকরা নাটোরের বিভিন্ন সমস্যা সভায় তুলে ধরে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
এ টি এম মাইনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),মো. শরিফুল ইসলাম,ডিআইও কাজী জালাল উদ্দিন আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ওসি (ডিবি) মো. আব্দুল মতিন,
নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
এসময় সাংবাদিকদের মধ্য উপস্থিত ছিলেন, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, মুক্তার হোসেন, আল মামুন, জালাল উদ্দিন, আব্দুল রাজ্জাক লাকি, রনেন রায়, সুফি সান্টু, নাজমুল হাসান, মো. লিটন হোসেন লিমন, তরিকুল হাসানসহ অনেকে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।