কেন্দুয়ায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দলপা ইউনিয়নের ইটাউতা গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক কয়ক্ষতি হয়েছে। দলপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে , ইটাউতা গ্রামের অলইন্ডিয়া রেডিও লোকজ শিল্পী, বাউল সাধক প্রয়াত আব্দুল মজিদ তালুকদারের বাড়ীতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে গোয়াল ঘরের ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত ঘটে। গ্রামের লোকজন অনেক চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আনে। বেতার টিভি শিল্পী আবুল বাসার তালুকদার জানান, আগুনে আমার চাচাতো ভাই সামাদ, আহাদ মিয়া ও আবুলায়েছ মিয়ার ৩ টি ঘর, আসবাবপত্রসহ মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া ২ টি গরু অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন আছে। তিনি আরো জানান, এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৩ লক্ষাধিক টাকার কয়ক্ষতি হয়েছে। যোগাযোগ ব্যবস্হা ভাল না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা যেতে পারেনি। অগ্নিকান্ডের খবর পেয়ে শনিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ঘটনাস্হল পরিদর্শন করেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।