খেরসন থেকে বেসামরিকদের উচ্ছেদ করছে ইউক্রেন
অনলাইন নিউজ ডেক্স
খেরসন অঞ্চলের কিয়েভনিয়ন্ত্রিত অঞ্চলগুলোর কর্তৃপক্ষ বেশ কয়েকটি জনবহুল এলাকা থেকে শিশুসহ পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন।
বৃহস্পতিবার কিয়েভ-নিযুক্ত খেরসন সামরিক প্রশাসনের প্রধান আলেকজান্ডার প্রোকুদিন এ কথা বলেছেন। খবর তাস নিউজের।
তিনি বলেন, ‘খেরসন অঞ্চলের প্রতিরক্ষা কাউন্সিল গোলাগুলির অঞ্চলের মধ্যে জনবহুল এলাকা থেকে শিশুদের সঙ্গে পরিবারগুলোর জন্য বাধ্যতামূলক উচ্ছেদ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আরও পড়ুন: কেন আরও নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র, যা বললেন ব্লিঙ্কেন
তিনি আরও বলেন, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা (মস্কো সময় সকাল ৬টা) থেকে এ অঞ্চলে কারফিউ জারি থাকবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।