গুতেরেস এবং ল্যাভরভের ইউক্রেন সংঘাত ও ওয়াশিংটনের বাধ্যবাধকতা নিয়ে আলোচনা
অনলাইন নিউজ ডেক্স
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতিসংঘ সদর দফতরে ইউক্রেন সংঘাত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতা সংক্রান্ত বিষয় নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে আলোচনা করেছেন।
মহাসচিবের প্রেস সার্ভিসের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
খবর এএফপি’র।
প্রতিবেদনে বলা হয়, ‘জাতিসংঘ মহাসচিব ও রুশ পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। তারা ভবিষ্যতের শীর্ষ সম্মেলন ও আয়োজক দেশের বিষয় নিয়েও আলোচনা করেন।’
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।