রানীশংকৈলে ২শ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক।।
একে আজাদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ
তিন মাদক ব্যবসায়ী আটক ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযানে ২শ বোতল ভারতীয় ফেনসিডিল সহ তিন মাদক কারবারি কে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাতোর ইউনিয়নের ফুটানি টাউন বাজার থেকে তাদের গ্রফতার করা হয়।
আটককৃতরা হলে উপজেলার প্রয়োগপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ুম এর ছেলে এনামুল হক (২৫), দিনাজপুর জেলার সুইহারী গোলাপবাগ কোতোয়ালি থানার আব্দুল জলিলের ছেলে রানা (২৮) ও একই জেলার বিরোল থানার মুরাদপুর সাত ভায়া পাড়ার মইনুলন ইসলামের ছেলে গোলাম মোস্তফা (৩৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, বুধবার বিকাল সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে রানীশংকৈল উপজেলার ফুটানি টাউন বাজারের প্রায় একশ গজ দূরে মুমিনের বাড়ির সামনে পাকা রাস্তায় একটি কারী ভর্তি ট্রাক থেকে ২শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক কারবারীকে আটক করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা করা হয়েছে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।