রাজশাহীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৯ সদস্য আটক


রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ ছিনতাইকারী ও অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের ৯ সদস্যকে আটক করেছে আরএমপি শাহ্‌মখদুম থানা পুলিশের একটি টিম।এসময় আসামিদের কাছ থেকে ছিনতাইকৃত একটি স্মার্ট ওয়াচ উদ্ধার হয় ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন,মো: আনফোর রহমান পাপ্পু (২১), এসএম সাজেদুর রহমান সৈকত (২০), মীর ওয়াসিউজ্জামান ওয়াসিম (২০), মো: হাবিব (২৪), মো: মাহফুজুর রহমান আলভী (২৪), মো: মাসুদ রানা মিম (২৩), মো: শিমুল (২২), মো: সাব্বির হোসেন সুবাস (২৬), মো: তন্ময় ইসলাম সজিব (২৭)। ঘটনা সূত্রে জানা যায়,ভিকটিম জাহিদ হাসান জুয়েল (২১) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র ।সে গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬:০০ টায় পূর্ব পরিচিত পাপ্পু তাকে ফোন করে চা খাবার জন্য শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়ার একটি চায়ের দোকানে ডাকে।পরবর্তীতে জুয়েল বালিয়াপুকুর এলাকায় চাকুর ভয় দেখিয়ে জোর করে ৬ হাজার টাকা, মোবাইল ফোন ও বিকাশ থেকে আরও ৬ হাজার ৪শত টাকা সেন্ডমানি করে নেয় এবং ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। ভিকটিম জুয়েল এ সংক্রান্তে শাহ্‌মখদুম থানায় অভিযোগ করেন।পরবর্তীতে শাহ্‌মখদুম থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের নিজ নিজ বাড়ী হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শাহ্‌মখদুম থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।