নয়াপল্টনে মহিলা দলের সমাবেশ চলছে
অনলাইন নিউজ ডেক্স
খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন সরকার ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ চলছে।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার দুপুরে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশ উপলক্ষ্যে সকাল থেকেই মহিলা দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে থাকে।তাদের হাতে শোভা পায় খালেদা জিয়া, তারেক রহমানের ছবি সংবলিত নানা ফেস্টুন ও ব্যানার।
মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় এবং সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা এতে বক্তৃতা করবেন।
বেলা আড়াইটায় সরেজমিনে দেখা যায়, সমাবেশস্থলে নেতাকর্মীদের ভিড়। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দিচ্ছে।
সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি এবং তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।