উপসচিব পদে পদোন্নতি পাচ্ছে ২৯ ব্যাচ


উপসচিব পদে এবার পদোন্নতি পেতে যাচ্ছে প্রশাসন ক্যাডারের ২৯তম ব্যাচ। সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) আজ এ বিষয়ে বৈঠকে বসছে। এর আগে প্রাথমিক আলোচনা হয়েছে গত সপ্তাহে। সূত্র জানায়, পদোন্নতির জন্য লেফটআউট তালিকার বাইরে নিয়মিত ব্যাচ থেকে বিবেচনায় নেওয়া হচ্ছে ১৯৫ জনকে। এর মধ্যে ইকোনমিক ক্যাডার থেকে প্রশাসনে একীভূত হওয়া কর্মকর্তা রয়েছেন ২৯ জন। ২০১১ সালে ২৯তম বিসিএসে যোগদান করে ১৬৬ জন কর্মকর্তা। প্রাথমিক যোগ্যতা অর্জন না করায় সম্ভবত একজন কর্মকর্তা বিবেচনা তালিকা থেকে বাদ পড়েছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, সপ্তাহে ২/১ বার বৈঠক হলে এ মাসের মধ্যে সুপারিশ চূড়ান্ত হয়ে পদোন্নতির জন্য সার-সংক্ষেপ প্রস্তুত করা সম্ভব হবে। এক সময় উপসচিব পদে চাকরির ১৭-১৮ বছরে পদোন্নতি হতো। ৮২ বিশেষ ব্যাচে ৬৫০ জন কর্মকর্তার চাপে ভুক্তভোগী ছিল ৮৪, ৮৫ ও ৮৬ ব্যাচের ১২ শতাধিক কর্মকর্তা। যে কারণে এসব ব্যাচের কর্মকর্তাদের চাকরি জীবনের প্রথম পদোন্নতি পেতে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছে। বড় তিনটি ব্যাচের ধাক্কায় প্রশাসনে দীর্ঘদিন থেকে প্রতিটি ধাপে পদোন্নতিজট বিরাজ করছিল। তবে সেখান থেকে বেরিয়ে এসে এখন প্রায় যথাসময়ে পদোন্নতি হচ্ছে। যদিও ২৯ ব্যাচের কর্মকর্তারা মনে করছেন তাদের পদোন্নতি প্রক্রিয়া এক বছর বিলম্বিত হয়েছে।