কাকরাইলে পুলিশ বক্সে আগুন


রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, লাঠিসোঠা নিয়ে কাকরাইল মসজিদের সামনের মোড়ে একদল ব্যক্তি কয়েকটি বাস ভাঙচুর করছেন। অন্য মানুষজনের ওপরেও তাদের লাঠিপেটা করতে দেখা যায়। এদের বেশ কয়েকজন হেলমেট পড়া ছিলেন। সেই সময় কাকরাইল মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয় বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া আইডিইবি ভবনে রাখা একটি গাড়িতে আগুন দেওয়া হয়। বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ একাধিক রাউন্ড টিয়ার গ্যাস ছুড়েছে। এসব ঘটনায় একজন সাংবাদিক আহত হয়েছে বলে জানা গেছে। দুপুর সোয়া ১২টার দিকে কাকরাইল মসজিদের সামনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বহনকারী একটি বাস ও দুটি পিকআপে হামলা হয়। এসব বাস ও পিকআপ ভাংচুর করা হয়। আওয়ামী লীগের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীরা হামলা করেছেন। এ সময় সেখানে উত্তেজনার সৃষ্টি হয়।